ফর্ম পূরণ ২০২৫ সম্পর্কিত বিজ্ঞপ্তি আগামী ১৪৩২ বঙ্গাব্দ পরীক্ষার ফরম পূরণের শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৫ ইং পর্যন্ত পুনঃনির্ধারণ করা হল

সুর, তাল আর লয়ের নিখুঁত সাধনা।

ধ্রুব পরিষদ বাংলাদেশ

শুরু করতে প্রস্তুত?

সংগীত

আবৃত্তি

নৃত্য

চারু ও কারুকলা

তবলা

ধ্রুব পরিষদ বাংলাদেশ হলো বাংলাদেশের মধ্যে সংগীত ও সংস্কৃতি বিষয়ক পরীক্ষা গ্রহণকারী সংস্থা। এটি ১৯৭৯ সালে সংগীতাচার্য্য জগদানন্দ বড়ুয়া এর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়। উনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং অনেক গুণী শিল্পীদের সহযোগিতায় এটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে সংগীত ও সংস্কৃতির প্রচার ও প্রসারে বিশেষ অবদান রেখে চলেছে।

বর্তমানে সংগীত(শাস্ত্রীয়, রবীন্দ্র, নজরুল ও লোক), আবৃত্তি, নৃত্য, চারু ও কারুকলা এবং তবলা বিষয়ের উপর ১ম হতে নবম বর্ষে পরীক্ষা গ্রহণ ও বিশেষ মূল্যায়নের মাধ্যমে ফলাফল ও সনদপত্র প্রদান করে থাকে। এই ফলাফলে ৩য়, ৫ম, ৭ম ও নবম বর্ষে যথাক্রমে মুকুল, পারিজাত,রত্নাকর এবং ভাস্কর।

Scroll to Top